Quantcast
Channel: টেক কথন »টিউটোরিয়াল
Viewing all articles
Browse latest Browse all 7

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে ডাউনগ্রেড করতে চাইছেন? জেনে নিন পদ্ধতি।

$
0
0

উইন্ডোজ ১০ বের হবার সাথে সাথে অনেক উইন্ডোজ ব্যবহারকারিই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি ইন্সটল করেছেন বা অন্য অপারেটিং সিস্টেম থেকে আপগ্রেড করেছেন। আবার এরকমও আছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি অনেকের পছন্দ না হওয়ায় অনেকেই উইন্ডোজ ৭ বা ৮.১ অপারেটিং সিস্টেমে ফিরে আসতে চাচ্ছেন কিন্তু কীভাবে বুঝতে পারছেন না। তাই আজকের টিউটোরিয়ালে সেসব ব্যবহারকারী যারা ডাউনগ্রেড করতে চাচ্ছেন তাদের সাহায্য করতে চেষ্টা করব সহজ উপায়ে। চলুন শুরু করা যাক।

এখানে দুটি ব্যাপার আছে। আপনি যদি পূর্বের ভার্সন থেকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে থাকেন তবে একটি পদ্ধতি কাজ করবে, আর যদি ক্লিন ইন্সটল করেন তাহলে অন্য পদ্ধতি। আমি দুটি পদ্ধতিই শেয়ার করতে চেষ্টা করছি।

ধরলাম, আপনি পূর্বের ভার্সন থেকে আপগ্রেড করেছেন

আপনি যদি উইন্ডোজের পূর্বের ভার্সন থেকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে থাকেন তবে ৩০ দিন পর্যন্ত আপনার পূর্বের অপারেটিং সিস্টেমের ফাইলগুলো উইন্ডোজ Windows.old নামের একটি ফোল্ডারে সংরক্ষণ করে রাখে যাতে ৩০ দিনের মধ্যে কোন সমস্যা হলে আপনি যেন সহজেই পূর্বের অপারেটিং সিস্টেমে ফিরে যেতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে –

  • Start Menu ওপেন করুন এবং Settings সার্চ করে ওপেন করুন।
  • Settings অ্যাপ থেকে Update & Security ফিচারটি চালু করুন।
  • Recovery সিলেক্ট করুন।
  • এবার আপনি Go back to Windows 7 বা Go back to windows 8.1 সিলেক্ট করুন এবং এর নিচে থাকা Get started বাটনে চাপ দিন।

উইন্ডোজ ১০, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, টিউটোরিয়াল

 

ব্যাস হয়ে গেল। ট্রাঞ্জিশনের সময়ে মাইক্রোসফট আপনার কাছে ফিরে যাবার কারণ সম্পর্কে জানতে চাইতে পারে। ফিডব্যাক দিতে চাইলে দিয়ে বা না দিয়ে পরবর্তি ধাপে চলে যান।

যাই হোক, এখন যদি এমন হয় যে আপনি উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পর ৩০ দিন সময় অতিবাহিত হয়ে গিয়েছে তবে কিন্তু উপরের মেথড আপনার জন্য কাজ করবেনা। এর জন্য নিচের প্রসেসটি লক্ষ্য করুন।

উইন্ডোজ ১০ ক্লিন ইন্সটল করেছেন

আপনি যদি উইন্ডোজ ১০ ক্লিন ইন্সটল করে থাকেন অথবা আপগ্রেড করার পর ৩০ দিন অতিবাহিত হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজের যে ভার্সনটি আপনাকে ম্যানুয়ালি ইন্সটল করে নিতে হবে। যদিও বর্তমানে সবাই অপারেটিং সিস্টেমের সেট-আপ প্রসেস সম্পর্কে জানেন তবে যদি কেউ না জেনে থাকেন সেক্ষেত্রে আমি প্রসেসটি সহজ করে লিখে দিচ্ছি আপনাদের জন্য।

  • যে অপারেটিং সিস্টেমটি ইন্সটল করবেন তার একটি বুটেবল ডিভিডি ডিস্ক বা যে কোন ইন্সটলেশন মিডিয়া কম্পিউটারে ইনসার্ট বা কানেক্ট করুন।
  • কম্পিউটারটি রিস্টার্ট দিন।
  • এবার আপনাকে নিশ্চিত করতে হবে যেন রিস্টার্টের পর আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ থেকে বুট শুরু না করে। ফলে আপনি কোন মিডিয়ার মাধ্যমে উইন্ডোজ ইন্সটল করছেন তা সিলেক্ট করে দিন। এর জন্য রিস্টার্টের পর যখন কম্পিউটারটি চালু হবে তখন মাদারবোর্ডের মডেল অনুযায়ী F2,F8,F9 বা F12 চেপে ধরে আপনার কম্পিউটারটি কোন ইন্সটলেশন মিডিয়া থেকে বুট করবে তা সিলেক্ট করে দিন। উদাহরণস্বরূপ, সিডি/ডিভিডি বা ইউএসবি এইচডিডি।
  • এরপর উইন্ডোজ লোড হবার পর উইন্ডোজের ইন্সটলেশনের জন্য একটি চমৎকার সহজ গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন। ইন্সট্রাকশন ফলো করতে থাকুন।
  • সব ইন্সট্রাকশন ঠিক মত অনুসরণ করতে পারলে সহজেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ইন্সটল হয়ে যাবে আপনার কম্পিউটারে।

আশা করি, আপনাদের বুঝতে কোন সমস্যা হয়নি। যেহেতু আমি কিছুটা সংক্ষেপে লিখেছি তাই যদি কোন ধাপে সমস্যা হয় তবে আপনারা মন্তব্যের ঘরে সেই ধাপটি মেনশন করে আপনাদের সমস্যার কথা লিখে জানাতে পারেন, আমি সর্বাত্নক স


Viewing all articles
Browse latest Browse all 7

Trending Articles